উঠোনের এককোণে পড়ে আছে নিথর দেহটা।
সবকিছু ঠিকই আছে; নেই শুধু প্রাণ পাখিটা।
প্রিয়জনের আর্তনাদে ভারী হয়ে গেছে ক্ষণটা।
একে অন্যকে শান্তনা দেয়; যেন থামে কান্নাটা।
কে শুনে কার কথা; বিলাপে বিষাদ সময়টায়।
তোড়জোড় চলছে অন্তিম যাত্রার; সময় নেই ঘড়িটায়।
একে একে জড়ো হচ্ছে আত্মীয়, পরিজন, বন্ধু-বান্ধব শেষ বিদায়টায়।
নিথর দেহটা দ্যাখে আর চোখের জল মুছে সবাই।
শেষ বিদায়ের জন্য সাজিয়ে প্রস্তুত নিথর দেহটা ।
সমবেত সবাই একেরপর এক রোমন্থন করেছে পুরনো স্মৃতি সবটা।
বাকি সবাই আবেগ আপ্লুত হয়ে কান্নায় বিভোর; মনে করে স্মৃতিটা।
জনমের তরে চলে যাবে; ছিঁড়ে চলে যাবে বাঁধনটা।
সাঙ্গ হলো ভবের খেলা; শুরু হলো অসীম যাত্রা।