যত দিন যাচ্ছে তত হালকা হচ্ছে পরিবেশ।
কালো ধোঁয়া গুলো মিলিয়ে যাচ্ছে বাতাসে,
লাশের গন্ধটাও নাকে আর আসছে না।
কারো মুখে তেমন কোন বাক্যালাপ শোনা যায় না।
যে যার মতন করে চলেছে।
কোন কিছুই থেমে নেই।


পোড়া ঘরগুলো নতুন হবে,
আবার সবাই সবকিছু গুছিয়ে নিবে।
সরগরম হবে আগের মতন কিংবা তার থেকেও অধিক।
মুছে যাবে যত সব ব্যথা


প্রিয়জনের চোখের কোণে অশ্রু হয়ে
কিংবা মনের মাঝে পাহাড় হয়ে থাকবে।
মাঝে মাঝে চোখের জলে মনের গহীনে পাহাড় ধ্বসে পড়বে।
পাহাড়ি ধ্বসে ধীরে ধীরে চাপা পড়বে মনের যত ব্যথা।