আমি ভেবেছিলাম আমি মানুষ।
আমার বিদ্যা আছে।
আমার বুদ্ধি আছে।
সাথে আবার বিবেক আর মনুষ্যত্বও আছে।


আমার সম্মান আর প্রতিপত্তি আছে।
সমাজে আমাকে সবাই মান্য গন্য করে।
আমি সবার কাছে পরম পূজনীয় একজন।
আমার তুলনা আমিই।


আমিতো ভুলেই গিয়েছিলাম আমার যে একটা শিশ্ন আছে।
যেটা আমাকে পুরুষ করে তুলেছে।
শুক্রকীটের অসুস্থ নৃত্যের কারনে আমাকে উন্মাদ করে মাঝে মাঝে।
সেই উন্মাদনা মনকে সংক্রমিত করে।
সংক্রমিত মন, বিবেক আর মনুষ্যত্বকে কলুষিত করে।


সংক্রমিত মন আর কলুষিত বিবেকের তাড়নায় আজ আমি নিষিদ্ধ পথের যাত্রী।
নিষিদ্ধ কামনায় ভুলেছি সব সংস্কার।


শিশ্ন আমাকে পুরুষ করে তুলেছে।
কিন্তু মানুষ করতে পারেনি।
আমাকে কামুক করেছে, মানবিক করতে পারেনি।
তাই আমি পুরুষ, এখনও মানুষ হয়ে উঠতে পারিনি।