তোমার ভালোবাসা আর তুমি।
দুটোই খুবই বিরল।
তুমি চাও আমি সবসময় তোমার ইচ্ছাধীন থাকি।
আবার সেই তুমিই বলো -
কেমন পুরুষ তুমি তোমার কি কোন মেরুদন্ড নেই?


তোমার চাওয়া আর আমি।
দুটোই খুবই অদ্ভুত।
তুমি চাও আমি পুতুল হতে আর নাচাবে তুমি।
ছন্দ তোমার, তাল তোমার, নাচাচ্ছো তুমি কিন্তু সব ভুল আমার।


তোমার অভিমান আর তুমি।
দুটোই খুবই সাংঘর্ষিক ।
তুমি চাও আমি তোমার অভিমান ভাঙাই ।
কিন্তু তোমার চারিদিকে ১৪৪ ধারা জারি করে রেখেছো তুমি।


তোমার চাহিদা আর আমি।
দুটোই খুবই বেমানান।
তুমি চাও আমি সারাবেলা থাকি  তোমার পাশে।
আবার সেই তুমি বলছো -
সারাক্ষণ শুধু অকর্মার ঢেঁকির মত আমার আগে পিছে ?


তোমার শর্ত আর তুমি।
দুটোই খুবই জটিল।
তুমি চাও আমি হই ধনীদের একজন।
নয়তোবা তোমার আমার মিলনে আছে সংশয়।