ভাবছি দুঃখ গুলো ফেলবো কৃষ্ণ গহ্বরে,
দুঃখ পুষে কি লাভ,
সব বিসর্জন দিয়ে ধরবো এমন ভাব,
যেন কখনও পাইনি দুঃখের স্বাদ।


ভাবছি দুঃখ গুলো পুড়বো জোস্নায়,
দুঃখ পুষে কি লাভ,
বাঁচবো খেয়ালে অমৃত স্বাদ নিয়ে আত্মায়,
ভাসবো সুখ স্রোতে করবো হিয়া যা চায়।


ভাবছি দুঃখ গুলো উড়াবো ধূলায়,
দুঃখ পুষে কি লাভ,
চন্দ্র তটে করবো আবাস ঘুরবো মঙ্গল ভিলায়,
পড়শি হবে আমার দিল যারে চায়।


ভাবছি দুঃখ গুলো ডুবাবো হাঁটু জলে,
দুঃখ পুষে কি লাভ,
দুঃখের জমিনে করবো চাষ স্বপ্নগুলো বুনে,
সুখের ফসল যখন তখন তুলবো গোলা ভরে।


দুঃখ পুষে কি লাভ,
সব বিষর্জন দিয়ে ধরবো এমন ভাব,
যেন কখনও পাইনি দুঃখের স্বাদ।