তোমার চলনে নৃত্যের ছন্দ
তাই দেখতে গিয়ে তোমার সাথে দ্বন্দ্ব
তোমার কথনে সদা গানের সুর
তাই শুনতে গিয়ে হেঁটেছি যে কত দূর
তোমার হাসির ঝংকারে কাঁপে বুক
তাই ভেবে ভেবে মনে লাগে সুখ
তোমার চাহনিতে চরম নেশা
তাই ফিরে আসি বারে বারে ভুল করে মোর দিশা
তোমার তনু তরঙ্গে চারদিক স্তব্ধ
তাই দেখে উন্মাদ হই, করে সকল ভাবনা বন্ধ
তোমার কেশ জোয়ারে প্লাবিত হয় মন
তাই তোমাতে বিলীন হই সারাক্ষণ
তোমার রূপের অনলে ভষ্ম হই বার বার
তাই তোমার কাছে ধরা দেই হাজার লক্ষ বার