হে আমার প্রিয় যুবক
সাহারার তপ্ত বালি যখন তোমার পায়ের তালু ক্ষতবিক্ষত করে দেয়
রুক্ষ রৌদ্রতাপ যখন শেষ নিশ্বাস টুকু কেড়ে নিতে চায়
তোমার কি তখন মায়ের কথা মনে পড়ে?
যে দেবদারু কিংবা জারুলের ছায়ায় দাঁড়িয়ে
কথা দিয়েছিলে ফিরে আসবে
সেখানে দাঁড়িয়ে আকাশে তোমাকে খোঁজা প্রেয়সীর কথা মনে পড়ে?
তুমি কি জানো মায়ের বুকে তখন কি ঝড়?
কি হাহাকার বয়ে যায় প্রেয়সীর বুকের ভেতর?


হে প্রেমিক যুবক
কি এমন অমোঘ টান? কি এমন মায়াজাল?
কি এমন মোহ ছিঁড়ে এমন স্নেহের বেড়াজাল?
পালেমোর উদ্দ্যাম নর্তকীর মোহময়ী ছন্দ
নাকি ফ্লোরেন্সের নীলচোখ রমণীর চুলের গন্ধ
সেকি ভেনিসের রহস্যেভরা লাস্যময়ীর চাহনি
কিংবা অলীক ছায়ামূর্তির রূপ, যা তুমি দেখনি
সে কোন দ্রোহ?
নাকি পরাজয়?


তুমি ফিরে এসো হে যুবক
কথা দিচ্ছি, আরেকবার যুদ্ধে যাবো
অনিয়মের বিরুদ্ধে
অনাচারের বিরুদ্ধে
অত্যাচারীদের রামরাজত্ব টিকবেনা একদিনও
চলে যাবে যারা পাপী
লুটেরার দল ধংসপ্রাপ্ত হবে
সোনার বাংলাকে লুটেপুটে শেষ করেছে যারা তারা চলে যাবে
রাজনীতিকে পতিতাবৃত্তির কাতারে নামিয়েছে যারা তারা চলে যাবে
দেশপ্রেমকে ভুলন্ঠিত করেছে যারা তারা চলে যাবে
সততাকে দুর্বলতা বানিয়েছে যারা তারা চলে যাবে
আমেরিকা, ইউরোপ কিংবা অন্য কোথাও।
তুমি কেন চলে যাও?
তুমি কোথাও যাবে না।


হে অভিমানী যুবক
ভূমধ্যসাগরের উত্তাল জলের সাথে এ কোন প্রেম তোমার?
কি সখ্য মাছেদের সাথে, কি সুখ শৈবালে হারিয়ে যাওয়ায়?
কি দুঃখ মুছে ফেলো সে নীল অতলে?
কি কষ্ট ধুয়ে ফেলো সাগরের লোনাজলে ?


তুমি যেও না সে জলে,
উঠে পড়োনা কোন মাস্তুল বিহীন নৌকোয়
রৌদ্রের আক্রোশ তুমি দেখোনি
তুমি দেখোনি হিংস্র ঢেউয়ের প্রতাপ
হাঙরের সুতীক্ষ্ণ দাঁত কি ভীষণ আক্রোশে চিঁড়ে ফেলে মায়ের আদর মাখা ত্বক - তুমি জানোনা।


ওই সাগরে নেমো না হে যুবক
সাগরের গহীনে, গভীরে পাথুরে যে বাগান
সে কোন মরূদ্যান নয়।
সে এক প্রহেলিকা মাত্র
ওইখানে লুকিয়ে আছে মৃত্যুদুত,
তোমার কোমল চিবুক সেখানে ক্ষত-বিক্ষত হবে
সাগর শৈবালের আর মাছেদের খাবার হয়ে
তুমি মিশে যাবে সাগরের লোনাজলে।
ক্ষতবিক্ষত, অসম্পূর্ণ নিস্পন্দ দেহ নিয়ে
ফিরে এসোনা মায়ের কাছে।


হে প্রেমময় যুবক
বাংলার আকাশ তোমাকে খোঁজে
বাতাস খোঁজে
নদী খোঁজে
সোদা মাটির গন্ধ খোঁজে
চশমা হারিয়ে ফেলে ঝাপ্সা চোখে
বাবা খোঁজে
মা খোঁজে
প্রেয়সী খোঁজে
যে দেবদারুর শেকড়ে কেটেছে কতশত অলস দুপুর
সে দেবদারু, হিজল তোমাকে খোঁজে।


তুমি ফিরে এসো
প্রানপ্রিয় হে যুবক।
তুমি ফিরে এসো।