স্লোগানে স্লোগানে ভরপুর রক্ত-লাল মিছিলে ছিলে
আগুণরাঙা যৌবনে, ছিলে রৌদ্রখরতাপে রাজপথে,
দ্রোহে-বিদ্রোহে ছিলে, ভালোবাসায়, সোহার্দ্যে ছিলে
প্রতিবাদের কত প্রহর আমাদের কেটেছে একসাথে।


অগ্রে বা পশ্চাতে যা তুমি দেখো, সত্য নয় সব
কমরেড, আর সত্য নয় স্লোগানের কথাগুলো,
যা কিছু সত্য ছিলো, খাঁটি ছিলো - হারিয়েছে সব
নিপীড়িতের, চাষি-মজুরের জোটেনি চাল-চুলো।


শোষিতের-শ্রমিকের অধিকার কোন তত্ত্বকথা নয়
এতো নয় কোন তাপানুকুল ঘরের উপসংহার,
কমরেড। অধিকার অর্জনে ঘাম ঝরাতে হয়
ছেড়ে দিতে হয় স্বাচ্ছন্দ্য, এ নয় আনন্দবিহার।


বুর্জোয়া অর্থনীতি আর ধনতন্ত্রের কালো হাত
ধরেছে তোমায়, কমরেড, এখন তুমি বিত্তবান
অথচ বিত্তের সাথে তোমার ছিলো চির সংঘাত
মুটে, মজুর আর শ্রমিকের তরে সঁপেছিলে প্রাণ।


শাসকের মধুবাক্য তোমাকে আপ্লুত করে, ভেবেছ,
কি অদ্ভুত পরিণাম? কি নির্জলা মিথ্যায় বসবাস!
কখন কি একা বসে নিজ মনে ভাবো, যা করেছ
তুমি, এটাই কমরেডের মৃত্যু, আসল সর্বনাশ?