একেলের ভুবনে,
দুর্নীতি ভরে আছে জীবনে
চাতক পাখির মতো চেয়ে -
আছে শিক্ষিতদের দল
কর্ম কভু মিলবে না
যদি না থাকে ট্যাঁকে বল সম্বল ।
শিক্ষা হোক্ কিংবা সাস্থ্য
গড়া নয় তো অত সোজা
হাতে বাঁধন, পায়ে বাঁধন
সংসারের কাঁধে বোঝা ।
স্রষ্টার জগতে সর্ব শ্রেষ্ঠ মোরা
মানুষ মোদের নাম
ঝগড়া করি, বিবাদ করি
আর করি মারামারি
মানুষ হয়ে মানুষরে লুটি
এক হস্তে ক্রয় করি আর এক হস্তে বেচি ।
ঈশ্বর জানেন সবই
জানেন মানুষের গোপন কম্য
কিরামিন, কাতিবীন লিখছে সবই
তাঁদেরও আছে সঠিক বোধগম্য ।