ওই যে দূরে আমার গাঁয়ে,
কত্ত লোকের বাস ।
পূবের তরে ঈশান কোণে,
ফুটেছে শ্বেত শুভ্র কাশ ।
ভোরের আলো প্রাণ জোরালো,
মনের নিকট এসে ।
শিশির ভেজা ঘাসের সারি,
উঠছে হেসে হেসে ।


ওই যে দূরে আমার গাঁয়ে,
মানুষ কর্মে অবিরত ।
সকল পন্থা ব্যাবহারে,
হয়েছে তারা আজ উন্নত ।
পুরাতন কে পিছনে ফেলে,
নুতন কে করেছো আপন ।
কিন্তু মনেরেখো,
নুতন ডাকবে দ্রুত পতন ।
তখন কইতে হবে,
পুরাতন - ই তো খাঁটি জীবন ।  
  
                        
(তাং - ১০/০২/২০২২)