গাছে গাছে পত্র বাহার ডালে ডালে ফুল
অজান্তেই হচ্ছে না তো মোর কোনো ভুল ?


শরীর চায় বিলাসিতা মনে লাগে অলসতা
বাস্তবটা যে বড়ই কঠিন
শিক্ষা অর্জনের হয় নাতো কোনো বয়স
জীবন অধ্যায়ে আমি এখন নবীন ।


স্বপ্ন আমার আকাশ ছুঁলো
দিনের শেষে লাল শিখায় জলে ওঠা ওই সূর্য আমায় জানান দিল
খোয়াইশ তোমার এত্ত বড়
সকল বাধা বিপত্তি এড়িয়ে তুমি এগিয়ে চলো ।