হাত বাড়ালেই সামনে যেন
দেখতে আমি পাই
কেন না জানি এদিক-ওদিক
তাকাচ্ছি অযথায় ।


শান্ত আজ নেইকো মন
শান্ত সে যে থাকতে পারছে না
হারিয়ে গেছে অবান্তর এক কাহিনীতে
কোনো কাজেই আসছে না ।


ছুটছে সে খিদের জ্বালায়
এখান থেকে শেখান
বুঝলো নাকো অবুঝ মানুষ
করল পাঁচ কান ।


লড়াই করে বাঁচতে হবে
সংগ্রামেতে কাটবে দিন
জীবন আছে চলে যাবে
আর তো মাত্র কটা দিন ।