সেদিন ময়লা-আবর্জনার স্তুপ দেখে
তোমার কথা খুব মনে পড়লো
নবাব সিরাজউদ্দৌলা উপন্যাস শেষে
ঘষেটি বেগমের সাথে তোমার তুলনা করছিলাম
চাঁদ দেখে চাঁদের সৌন্দর্যে সবাই মাতামাতি করে
আমি কেবল কলঙ্ক আর দাগ ছাড়া কিছুই পেলাম না
রোনালদো, মেসি কি টেন্ডুলকার- অনেক বড় কৌশলী
তুমি কম কিসে –অনেকে তা জানে না।
মনির খানের সাথে কথা বলে মনে হলো
অঞ্জনা তোমার চেয়ে ঢের বেশি ভালো।
যারা ছলনাময়ী কিংবা মিথিলাকে দেখেনি কভু
আমি তাদেরকে তোমার কথা বলেছিলাম।