মাঝরাতের নিশ্চুপতায় নেমে আসে আগুন পাখি।
শুনেছি আজকাল বড্ড অগ্নি উত্তাপ হচ্ছে;
রাতে বিরাতে কিংবা দিনে দুপুরেও।


আসি আসি বলে-
যে দুরন্ত প্রাণগুলো ফিরেনি প্রিয়তমার আঙুলে।
ফিরেনি নিষ্পাপ সন্তানের চোখের ডাগরে,
নতুবা ভীষণ উৎপেতে থাকা বুকের স্পর্শে।
সেসব প্রাণসবে একে দিই দারুণ বেদনায়, ফিনিক্স পাখি।


যে আলিঙ্গণ সহস্রঘাতে বিপুলায়তন করছে অনির্বাণ,
সে আলিঙ্গণে দহিত সুনিপূণ-
ভালোবাসা প্রেম আর মাতৃসদন।
দেখুন, যে মানব-উদ্যান চষে বিস্তৃত হয়েছে আবাসন,
তন্মধ্যেই মুর্ছা যাচ্ছে অগ্নি বৃক্ষের শেকড়পালা।


ঘণরাত্রির ঠোঁটে যে মানচিত্র পোড়া মাংসের দলা,
সে মানচিত্রই নাকি অগ্নি বেপারির পৈতৃক সনদ।
তাই জনতার দল আর চিরায়ত আঁধার পুষেনা,
দিনদুপুর রাতবিরাতে পুষে শুধু অগ্নি-সমর।


খরুলিয়া, কক্‌সবাজার।
201904010220