এক'বুক বিষণ্ণ প্রান্তর পড়ে আছে
তোমার সমূহ রাত্তির পাশে খুউব
তুমি চাইলেই একটুক জ্যোৎস্না
চাইলেই দিতে পারো ছুঁয়ে নির্বিবাদ


এক'সভ্যতা সহস্র সময় ধরে অদ্ভুত
কোরাস লিখছে তোমা'নামে দারুণ
তুমি তাকালেই নেমে আসবে বৃষ্টি
হয়ে সভ্যতার শ্রেষ্ঠ সুবিমল সৌরভ


এক'উদ্যান ভরা ফুটছে গোলাপ
তোমা'তরে প্রতীক্ষার নিদারুণ ক্ষণে
তুমি চাইলেই দিতে পারো শিশিরজল
দিতে পারো ভোরখন্ডের আলোকর মৃদু


এক'আকাশ আঁচলে আঁকছে তোমা'বয়ব
বেদনার তপ্ত যাতনার বিষাক্ত দোয়াত
তুমি লিখলেই অপেক্ষার উপসংহার
গুটাবে সুবিশাল বিরহের মানসপট


এক'হৃৎপিন্ড বয়ে যাচ্ছে পিটপিট
অগণন বিষাদের বিক্ষত অনলে
তুমি পাঠালেই পত্রের রাজহংসী
রচিত হয় ইতিহাসের স্নিগ্ধ দিগন্ত


বিক্ষিপ্ত বিরহরা বলেছিলো এসব;
অজস্র রাত্তির জনক-কে একদা।


২০১০২০৫০০২