আমাদের বিদীর্ণ  ব্যথার দুঃখ বলতে কেবল
সহস্র যত রাতপোড়া  অগ্নির সমষ্টি আখ্যান
অজস্র ক্রোশের  দূর তেপান্তরের নির্জনতায়
আমাদের বহু  বহুকাল  পথচলা অচিনঘরে


আমাদের বহুমাত্রিক বিয়োজনের মধ্যেভাগে
অতীত সমগ্র সময়ের  নেই কোনও হাতছানি
নেই অন্তহীন কোন বিক্ষত  গোগ্রাসী অধ্যায়
তবুও আমরা সরে আছি  কী অপূর্ব বিচ্ছেদে


এত এত বিচিত্র বিবর্ণতার করুণ গহীনতলে
রক্ত কমল  কোনও স্মৃতি  পেখম মেলে এলে
আমরা  ছিটকে যায়  নিদারুণ  মুখোমুখিতে
যেনো উভয়ই  প্রগৌতিহাসিক জীবন্ত ফসিল


আমাদের আর অবশিষ্ট কোন তফশীল নেই
নেই নেত্রযোগের  সুষম কোন গ্রন্থিত কোরাস
আমাদের আছে  শুধু অনন্য  বিলাসী বিরহ
আছে বিষাক্ত পিরানহার  সুসজ্জিত চোয়াল


কোন এক  সুশোভিত সুবর্ণ সুবহের প্রাক্কালে
হয়তো আমরা  আদিগন্ত শেষে  হবো অন্তিম
সমস্ত বেদনার  ভেতরে অভিমান  পুষে দিয়ে
দুরন্ত উপহাসে  লেখা হবে  তখন উপসংহার


২২০৯০৬৪০০৩