সেদিন দু'টি হৃদয়ের জন্মদিন যেগুলো অস্পর্শী,
অসমাপ্ত প্রেমের হৃদয়


সেদিন একটি ভালবাসার সূচনা লগ্ন
যেটি অপাঠ্য, নিঃশব্দ ভালবাসা


ঐ যে …
ফুটপাথের পাঁচ টাকার একটি লাল গোলাপ,
এলোমেলো চুল আর গাল ভরা দাড়ি


সেই যে …
এক ঘন্টা, দু'ঘন্টা প্রায় তিন
ঘন্টা অবধি তোমার
কি বিরক্তিরইনা অপেক্ষা ছিল আমার জন্য


শেষমেষ দীর্ঘ প্রতীক্ষা পরে আমার
ময়লা ঠাসা পাঞ্জাবি উপস্থাপনে, তোমার
অগ্নি আঁখির বাঁকা দৃষ্টি সেদিন
আরো বেশি তিব্র করেছিলো দু'জনার
ভালবাসার জন্ম ক্ষণ


তোমার রজনীগন্ধার জোড়া ষ্টিক,
গোলাপি জোড়া ঠোঁট, জ্ঞান হারানো জোড়া নয়ন
আর খোলা চুলে লাল পাড়ের সাদা শাড়ি …
উফফ সে'কি অপূর্ব সৃষ্টি বিধাতার, বিমুগ্ধতায়
ঠাইঁ চেয়ে রইলাম অপলক দৃষ্টিতে


বিচিত্র আকাশ ছিলো তোমারই মত ঐদিন …
হালকা মেঘে আচ্ছন্ন,
ছিল রংধনুই পরিপূর্ণ সাথে বৃষ্টির মাতম


শেষ মুহূর্তে আকাশ সেদিন ঠিকই আমাদের
একটি বৃষ্টি ঝরা সন্ধ্যা উপহার দিয়েছিল …
মনে কি পড়ে তোমার সেদিনের হাতে হাত
ছুঁয়ে ঝুম প্রেম শ্রাবণের ভিজে যাওয়ার কথা?


রচনাকাল …
20.01.2013
11.00.PM