শুভ্র মুখটি ফিরিয়ে নির্বাক দৃষ্টিতে চাওয়ার তেমন কিছু নেই,
ঐ যে আমি ফিরে এসেছি আবার সেই বিলুপ্তির উল্টো পথ ধরে তোমার কাছে -


অনেক চেষ্টার পরেও পারিনি ভুলে থাকতে তোমায়,
যতবারই চেয়েছি মনে না করতে ঠিক তার চেয়ে বেশি বারই আমি ব্যার্থ হয়েছি পদে পদে -


জানি,
মুছে যাওয়া কালের সাথে নতুন করে গড়ে উঠা এই সভ্যতার কোন ছাই চিহ্নও মিল নেই,
তবুও তুমি এ মনের পাতার অক্ষত পৃষ্ঠার উজ্জ্বল শব্দে অক্ষুন্ন রয়েছ -


বিচ্ছেদের বিলীনতার সে'কি যন্ত্রণা জানি আমি,
জানে আমার এই মন,
জানে এই প্রাণ,
জানে এই হৃদয় -


চলো আজ সুখের দিগন্তে লুকিয়ে যায় পৃথিবীর সব বাঁধা অতিক্রম করে অন্য ভূবনে -


ধীর পায়ে কাছে এসে আলতো করো ধরো তুমি আমার হাত,
অসীম মায়ার শৃঙ্খলে মুষ্টিবদ্ধ কর আঙুল -


"এসো তবে এবার হারিয়ে যাই"
বলবো আমি ...


লজ্জায় লাল হয়ে লাজুকতায় দৃষ্টি অবনত করে তুমিও বলবে ...
"চলো"
...


রচনাকাল …
২৪-১২-২০১২
০২ am