শেষহীন এই শূণ্য উপত্যকায় পাশে কেউ নেই আমার _
কেবল ভেসে আছে বিস্তীর্ণ মেঘে আচ্ছন্ন একটি ধূসর রজনী -


নির্জনের এই একাকীত্বে আমার সব'টা ভরে গেছে কিছু অস্পষ্ট তারার সমাগমে _
আকাশ থম হয়ে ঠাঁই চেয়ে আছে বৃষ্টি নামার প্রতীক্ষায় -


নিশির এই টগবগে যৌবনটা নিষ্ঠুরতায় বড্ড মাতাল রূপ ধারণ করেছে _
অকারণেই বিস্মৃতির হারিয়ে যাওয়া ক্ষণগুলো জাগিয়ে দিচ্ছে আমায় প্রতিনিয়ত -


অদৃশ্য এই প্রাণশূণ্য উপত্যকা কি তাহলে জানেনা আমার প্রেম বলে কিছু নেই এই ধরায় ? _
তবে কেনইবা বিলুপ্ত ইতিহাসের হাতছানিতে বারবার জাগ্রত করবে আমায় -


অসীম ভালবাসা পূর্ণ প্রতিটি নক্ষত্র খসে পড়বে একসময় মনের পৃষ্ঠে _
হয়ত ততক্ষণে তামসার বক্ষস্থল ভেদ করে নামবে কোন নতুন বিষাদের আভা -


তখন ক্রামন্বয়ে মুছে যাবো আমি,
অদৃশ্য হবে যত বিরাতের পদচিহ্ন _
সদ্য ফুঁটা অনলের প্রভা গ্রাস করবে আমার অস্তিত্ব এক হিংস্র প্রক্রিয়ায় -


কেবল দগ্ধ হওয়া পাঁজরের সুপ্ত কোণে দগ্ধহীন অক্ষুন্ন রয়ে যাবে একটি প্রেম,
একটি ভালবাসা _
যে প্রেম যে ভালবাসা থাকবে অনন্ত কাল ধরে অসমাপ্ত মৌহের আশার প্রদীপ জ্বেলে -
...


রচনাকাল …
০৭-০৬-২০১৩
০২ am