আটলান্টিকের সদ্য বুক চিড়ে যেটুকু সবুজ অবলোকন হয় তার সবটুকুই যেনো তোমার প্রতিমা ভাষ্কর্য -


অবস্থান আর ফারাকের দুরত্বটা সেখানেই নির্ণেয় তোমার আর আমার -


তীব্র সংগ্রামে পাড়ি দিয়েছি সীমাহীন মরু প্রান্তর আর এখন আকৃতিহীন দানবের নীল জলের ঠুনকো ভেলায় -


একের পর এক তুষার খন্ড চূর্ণ করেছি অকল্পনীয় শক্তিতে কেবল ফারাকটা নিভাবো বলে -


অবিরাম হিমেল পূবন আর তুষার কুচির বৃষ্টির ঝাপটা শুধুই এলোমেলো করে তোমায় ভাসিয়ে নিয়ে যায় দূর বহুদূর -


তোমার খোঁজে এই আগন্তুকের ভেলা শুধুই ক্ষয় হয়ে চলেছে সেই অনন্ত কাল ধরে -


কত গোধূলি আর সন্ধ্যা গেলো,
কত বিকেল গড়িয়ে রাত গেলো সকাল থেকে দুপুর হয়ে এই অচিন উপত্যকা আর বিস্তীর্ণ সাগরের মোহনায়,
সে শুধু নির্বাক দৃষ্টিতে দেখেছে এই প্রতীক্ষমান অক্ষি'দ্বয় -


হয়ত অন্তহীন এই তোমায় ছোঁয়ার যাত্রা কেবল শেষহীন রয়েই যাবে,
শুধু অক্ষত হয়ে থাকবে হৃৎপিন্ডের অস্পর্শী ভালবাসার সুপ্ত প্রত্যাশাগুলো -
...


রচনাকাল …
০১-০৭-২০১৩
১১ pm