প্রসবের মৌসুম শেষ হয়েছে নিশ্চুপে,
উত্তর মেরুতে নিঃশব্দতা ফিরে এসেছে।
নিসর্গ জেঁকে বসেছে অনাড়ম্বর জীবন যাপনে।
দীর্ঘ অপেক্ষায় এবার শুধু ক্ষয়ে ক্ষয়ে বিলীন হবে জমাট বাঁধা পাথর।


ভাসমান পালকের মুক্ত ডানাগুলো সব মুড়িয়ে নিয়েছে সযত্নে।
হয়তো পর্বতের গুহায় মুখ লুকিয়ে গুনবে প্রতিটি প্রতীক্ষার প্রহর।


সবুজ উদ্যানের সব'টা দূর্বা ছেয়ে গেছে,
তুষারের অজস্র ধারায়।
থমকে গেছে অসংখ্য প্রাণের স্বাধীন মাতামাতি,
মুছে গেছে হাজারও পদচিহ্ন।


দৃষ্টি পুড়ে একাকার,
তবুও সাঁজ ফিরবেনা আর গোধূলি বেলায়।
প্রান্তর চুপষে গেছে হারানোর ব্যাকুলতায় নিষ্ঠুর এক ঋতুর আগমনে।


নিরাশার তাড়নায় অগনিত প্রভাত ফেঁটে ভোর আসবে চিত্তের সমুহ মোহনায়,
তবুও ফিরবেনা তরল করা সেই কাল।
...


রচনাকাল …
০১-০৬-২০১৩
০১ am