অস্বচ্ছ ধূমিকায় নিরেট নিশ্চিদ্র উপকূল—
মৃদু দমকা হাওয়াই ভিজে যাচ্ছে সমস্ত পোশাক আশাক


অদূর ঢেউয়ের বক্ষ চিড়ে অবলোকিত হয় ধোয়াসে প্রভা—
বিবর্ণ দৃষ্টির সীমানায় নেই কোন আশ্রয়ের বিন্দু স্থান


তবে আর কত অবশিষ্ট পথ অচিন পার্বতীর ছোঁয়া পেতে—
ক্রমশই বিরাত ঘনিভূত হয় হিংস্রতার ডানা মেলে


সমুদ্র তীর ঘেষে অভিমুখে যাত্রা হেনেছে অক্টোপাসের বহর—
সাথে সম্মুখে অজস্র মিছিল ভর্তি ছোট্ট লাল কাকড়ার দল


প্রতীক্ষার বিরামহীন বালুপথ দীর্ঘ হয়—
অসংখ্য প্রাণীকুলের জীবন সংগ্রামী র্যালির সাথে


অতঃপর সমুদ্র যানের বর্ণাঢ্য আহ্ববান—
তারপর মাস্তুলে দৃষ্টি দিয়ে পার্বতীর তেপান্তরে নিরন্তর পাড়ি
▪     ▪     ▪


রচনাকাল …
02·Nov·2013
02·30·AM