বিস্মৃতির ঝাপটায় তৃষ্ণার্ত মরু চিত্তের প্রান্তর—
শুষ্কতায় হাহাকার রক্তাক্ত এই বক্ষস্থল


কেবল চুরুটের উদগিরীত বিবর্ণ ধূম্রই সক্ষম—
চৌচির পাঁজরের পিপাসা নিভাতে


কিন্তু চুরুট দহনের প্রজ্জ্বলিত শিখা যে নেই আমার কাছে—


প্রেয়সী…
তোমার ঠোঁটদ্বয় দাও—
জানি ঐখানেই প্রকৃত অগ্নি আছে...
▪     ▪     ▪


রচনাকাল …
04·Nov·2012
02·45·AM