তরতাজা রজনীর অতল গহীনে মিশে আছে—
আমাদের দু'জনার দৃঢ় উষ্ণ নিঃশ্বাস


তোমার উত্তপ্ত গর্দান জুড়ে মাতাল হয়ে পড়ে আছে—
নিকষ কালো এলোকেশির বিচ্ছিন্ন বিক্ষিপ্ত অজস্র আঁটি


সব'টা সত্ত্বা একত্র করে প্রেম এখন কানায় কানায় পূর্ণ—
যেন এক দু'জনার বিনিদ্র হবার অপ্রতিরোধ্য অভিযানের প্রতিদ্বন্দিতা


আত্মা থেকে আত্মা পরম্পরায় মিশে যাচ্ছে অসংখ্য ভালোবাসার শিস—
অভিলাষী অন্তিম কল্পনার ধুম্রজালে প্রতিনিয়ত বন্দি হচ্ছে দেহদ্বয়


হৃদয় যুগলের সব কিনারায় অসীম প্রেমে বাঁধহীন জোয়ার চলেছে—
সমস্ত নিশি দাহন হয় প্রজ্জ্বলিত নিরুত্তাপ প্রেম শিখায়


ক্রমান্বয়ে ভোর ফেটে চৌচির হয় নিষ্পাপ রবিকরে—
অতঃপর নিশ্চিত এক বর্ণিল ইতিহাসের প্রসবে ইতি ঘটে মোহ যুদ্ধের
▪     ▪     ▪


রচনাকাল …
05·Nov·2013
03·20·AM