'রু'
তোমার এতটা নৈকট্য কখনোই লাভ করিনি আগে—


হৃৎপিন্ডের কিনারায় বয়ে চলা সদ্য রক্ত কণিকা ধারার উচ্ছ্বল শব্দ ঝংকার স্পষ্ট বিথছে আমার কামনার মঞ্চ—


ঘোর তপস্যার গভীর ধ্যান ভেঙ্গে দেখি অস্পর্শি অগণিত প্রেমাক্ষরের ক্ষুরছাপ—


তবে কি প্রত্যাশার মোহ এসেছিলো নিশ্চুপ নিস্তব্ধে—
খোদ মৃত্তিকায় অঙ্কিত উপস্থিতির সম্পাদ্যখানা সেটিই প্রমাণ করছে


'রু' শাড়ি পড়তেই বেশ ভালোবাস'তো আর তাই আমিও শাড়িকেই ভালোবাসি—
'রু'র কাছেই যত আমার উত্তর ছিলো সব


প্রিয় 'রু'
প্রজ্জ্বলিত প্রেম মঞ্চে নিয়নের আলো ক্রমেই নিভে আসছে—
তাই এই বিকল তিমিরে আমি এক অন্তহীন তোমার প্রতীক্ষায় আবারও তপস্যায় অবতীর্ণ হলাম


নিঃশব্দ চূর্ণ করে তুমি প্রেমোপাদ্য আঁকো স্বশব্দে—
▪     ▪     ▪


রচনাকাল …
06·Nov·2013
02·40·AM