অগ্নি দগ্ধে বিদগ্ধিত সার্বভৌমত্বে—
লুণ্ঠিত মানবতার আর্ত হাহাকারে বিস্ফোরিত কর্ণদ্বয়


অর্জিত যত সুখ পিষ্ঠ করে বিষাদ এখানে সওয়ারী হয়—
এক অবর্ণনীয় হিংস্র সংযোগে


নিষ্পাপ অসংখ্য চিত্তে নির্বাক যত অনুভূতির জাগরণ হয়—
পশুত্বের বিনাসী থাবার নির্মম সব আঘাতে


পরিসমাপ্তীর এক সুদীর্ঘ দৃশ্যপট চিত্রায়িত হয়—
সভ্য ও কলুষিততে বিভক্ত আদর্শের আলো ও আঁধারির গোত্রদ্বয়ে


অতঃপর চূড়ান্ত পর্যায়ে—
পাপিষ্ট বাহিনীর হৃৎপিন্ড চিড়ে অবশ্যাম্ভী এক নিদারুণ বিজয় লাভ করে সত্যে অনড়পন্থীর বহর


নিশ্ছিদ্র উপসংহারে বীরত্বের ক্ষুর ধ্বনিতে প্রকঁম্পিত করে—
রণক্ষেত্র দখল করে লৌহঝরা মুক্তির মশাল
▪     ▪     ▪


রচনাকাল …
07·Nov·2013
03·30·PM