প্রণয়িনী…


যদি অতটুকুও পড়ে মোরে মনে_
তবে একখানা নিঃশ্বাস নিও_
যে অক্সিজেনে মিশে থাকবো আমি—


যদি নিরন্তর ভালোবাসায় একলা দহন হও_
বিনিদ্র কোন নিশির বুক চিড়ে_
তবে অনুভব করিও তোমার কলিজাটুকু_
যেটির অর্ধাংশ ছিলো এই পথিকের—


যদি কোনদিন অতৃপ্ত মোহে বন্ধ হয়_
হৃৎপিন্ডের পিটপিট হার্টবিট_
তো পড়ে নিও মোর কোন এক কবিতাখানা—


যদি অবেলায় মোর কোন স্মৃতি_
ভেসে উঠে মনের ক্যানভাসে_
তো একখানা ছোট্ট গোলাপ রাখিও_
মোর চিরনিদ্রার সমাধিস্তম্ভে—


যদি ভেবে মোরে গড়ায় এক ফোঁটা অশ্রু_
অজান্তে নিজের অক্ষি পর্ণ ভিজে_
তবে পড়ে নিও মোর এফিটাপখানা—


প্রণয়িনী_
যদি প্রেমহীনে শুষ্ক অধর কেঁপে যায় অবিরাম_
তবে ঐ অধরেই স্পর্শ দিও_
দৃশ্যহীন এই পথিকের বিকল চিবুকে—
▪     ▪     ▪


রচনাকাল …
08·Nov·2013
01·50·AM