একটুক সুখ এসছিলো দুঃখের দুয়ার ফাঁক করে …
হাজারও বিষাদের অনলে পুড়ে যদিও ছাই হয়েছে সব নিমিষেই -


অচেনা সেই আঁধার বারবারই মুছে নেয় সব'টা সুখের প্রভা …
বিবর্ণ প্রখরতায় মলিন  অস্তিত্বের বিরজমান ভূ-পৃষ্ঠ আমার -


বন্দি লোহার কপাট ভেঙ্গে যদি পারো কেউ দিতে অতটুক সুখ তো দাও অবলীলায় …
যার সূধায় তরল হয়ে গলে যাবে বিষাদের এই কারাগার -


সিংহল ঐ সমুদ্র পথ চিড়ে যদি কেউ চাও একটু ছোঁয়া দিতে আমায় এই বিষাদের কারাগারে …
তবে এই শঙ্খ নীলের আবদ্ধ সীমানা চূর্ণ করবো আমি গগন ছোঁয়া প্রেমে -


জানি …
একদিন প্রেয়সী আসবে সাথে সদ্য ফোঁটা সাদা গোলাপ হাতে …
তারপর দু'জনেই ভেসে যাবো মুক্ত ভালবাসার অন্তহীন দিগন্তে -


তখন মিশে যাবে দু'টি হৃদয় অন্তীম ভালবাসার মোহনায় ---
...


রচনাকাল …
২৫-০৭-২০১৩
০২ am