কুড়ে ঘরের ব্যস্ত জানালার কার্ণিশে—
আনমনায় বসে এক কার্তিকের মধ্য দুপুরে মিশে


দেখি হাজারও পদচ্ছাপের অবিরাম দ্রুততায়—
উড়িয়ে যায় দিয়ে অনেক ধূলো আধ-ভাঙ্গা কাপটায়


নিঃসঙ্গ পথিকের চোখে ভাসে অজস্র স্বপ্নের দ্বার—
যা নিমিষেই ঠান্ডা কাপের চুমুকেই মিলিয়ে যায় বারবার


এই পথ আজ নিয়েছে সুদূর অগ্নিপথে রূপান্তর—
নেই'তো জানা দেবার পাড়া জীবন সংগ্রামের তেপান্তর


তবে কি সব চূর্ণ হবে অকালেই অদৃশ্যে ক্রমাগত—
না তা হয় কি করে যুদ্ধে জয়ী হতেই হবে ভাঙ্গতে হবে প্রয়াত
▪     ▪     ▪


রচনাকাল …
11·Nov·2013
01·30·PM