ত্রয়শত দশ দিবারাত্র গূঢ় নিরেট তমসায় নীরব যাপন—
ক্রমান্বয়ে বর্ধিত হওয়া এক সর্বোচ্চ অনাময়ি বেষ্টনীতে


দৈবাৎ সচরাচর শৃঙ্খলেই ক্রনদনরত অক্ষি'ই জন্ম নিলাম—
সে এক অবর্ণনীয় তীব্র সংগ্রামের মধ্য দিয়ে


আন্তরীক্ষের স্বয়ং আস্তরণ কেঁপেছিলো নিরুত্তাপ ব্যথার কাতরতায়—
ধরার পৃষ্ঠ ধসেছিলো নিরতিশয় যন্ত্রণার অসহ্য চিৎকারে


অন্তহীন এক দীর্ঘ যাতনার ক্ষণ ভেঙ্গে রূপান্তরের পালাবদল—
অতঃপর বহুল প্রত্যাশিত ঔরষের দর্শনে মিলায় যত অকল্পনীয় বেদনা


হে আমার জন্মদাত্রী,
সবিনয় সমীপে সর্বোচ্চ সম্মানে আমি চির কৃতজ্ঞ—
মার্জনা করে আমায় নিবেশিত করো তোমার সু-শীতল পদতলে
▪     ▪     ▪


রচনাকাল …
16·Nov·2013
02·45·AM


আজ (16.Nov.2013) আমার জন্মদিন।
দুই দশক আগে আজকের এই দিনে 'মা' জন্ম দিয়েছিলেন আমায়।
তাই আজকের জন্মদিনে অতি নগণ্য, খুব খুবই ক্ষুদ্র কিছু একটা লিখার চেষ্টা করেছি আমার 'মা'কে নিয়ে।


(দয়া করে ভুল ভ্রান্তি ক্ষমার দৃষ্টিতে দেখবেন)