নক্তের পাঁজর চিড়ে অদূরে মিশে গ্যাছে;
নির্জন এই প্রান্তর—
দিগন্তের নিস্তব্ধ শাখা প্রশাখা;
নৈঃশ্যব্দে থম স্থির


বিবর্ণ দৃষ্টির কালচে কিনারায়;
আটকে পড়ে সংখ্যাতীত সমুদ্র গর্জন—
দৈত্যাকার লহরীর ভাঁজে ভাঁজে;
অলংকৃত হয় সমাপিত দৃশ্যপট


নোনা অনিলের আস্তরণে ফুঁটে উঠে;
অসংখ্য স্বপ্নাবলী—
জলসিক্ত বালিতটে চলচ্চিত্র প্রদর্শিত হয়;
সদ্য নিষ্প্রাণ ফেনারাশির


অনুক্রমে অনুগত কদমের পদচ্ছাপ অঙ্কিত হয়;
ক্রোশের পর ক্রোশ—
সাথে রচিত হয় এক বিক্ষত মুমুর্ষ পথ মাড়িয়ে চলার;
অলিখিত ইতিহাস


শেষলগ্নে সমুদ্র ফেঁটে চৌচির হয়;
অচিন সংসার গড়তে—
অবরুদ্ধ মোহের জলজ কারাগার বিলুপ্ত হয়ে;
ভূমিষ্ঠ হয় নব ভবিষ্যত
▪     ▪     ▪


রচনাকাল …
17·Nov·2013
02·25·AM