বেদনার কারুকাজে সৃষ্টি একটি নীল নকশা—
সুদীর্ঘ পথ জুড়েই বিরাজমান অদৃশ্য ছায়ায়


শেষটা কতদূর তা অক্ষির দৃষ্টিতে পরিমেয় নয়—
তবুও অবিরাম পাড়ি দেওয়া তোমায় ছোঁয়ার আশায়


কত বিকেল গড়িয়ে সন্ধ্যার মুখোমুখি হয়েছি—
লড়াই করেছি শত নিষ্ঠুর উত্তাপ দুপুরেরও


ক্লান্তির হাজারও রেখা স্পর্শ করেছে দগ্ধিত হৃদয়ের মর্মতল—
ফেঁটে চৌচির একটি লুকানো বুক শুধু তোমার খুঁজে


আজ দিগন্তের লালাভ প্রভায় এতটুকুও মেঘ মিশে নেই;
স্ব-গৌরবে ফুঁটে উঠেছে—
মেলেছে মুক্ত ডানা অসীম আসমানের দেহে


তুমি অনেকটাই কাছে আমার বলছে এই প্রকৃতি—
সাক্ষ্য দিচ্ছে তার বিচিত্র সব উদ্ভিদগুলো


মিশবো তোমাতে মনের আপন মোহনায় খুব শিঘ্রই;
ঝরবে ভালবাসার নিদারুণ বর্ষণ—
নামবে প্রেমের নীলাভ জ্যোৎস্নামালা


রু,
থেকো তুমি
আমি আসছি…
▪     ▪     ▪


রচনাকাল …
20·Jan·2013
10·20·AM