আঁধারের নিশ্চুপ গহীন থেকে ভেসে আসে—
উটের হেলেদুলে চলার ক্ষুরধ্বনি


পিরামিডের গগনচূম্বি পাথরে ঘেষে আছে—
স্বয়ং প্রজ্জ্বলিত শশীর টুকরাখানী


দৃষ্টির সীমানায় কেবল সুদূর বিস্তৃত—
নীল কিরণ আর অসংখ্য তারকারাজী


পাশেই ইতিহাস জন্মদাত্রী তরঙ্গিনী—
বহমান অপরূপ নীল নদ


সাথে কেউই নেই ধরণীর এই প্রাচীন বাসভূমিতে—
কেবল সিগারেট ও নিসর্গের এই চিরায়ত উপাদান ছাড়া
▪     ▪     ▪


রচনাকাল …
23·Apr·2013
02·20·AM