রু,
তুমি কিভাবে এতটা মিশে যাও—
এই নিস্তব্ধ নিশি'ই এ আমি বুঝিনা


এতটা শান্ত ও নিশ্চুপতার ভিড়ে তুমি প্রতিদিনই করে নাও—
আমার পাশে নিজের অবস্থান এক অনন্য পন্থায়


আচ্ছা রু,
কখনও কি তুমি দেখতে পাও আমায়,
ওই তামসার বুক চিড়ে?
কখনও কি পেয়েছো খুব করে আমায়,
একান্তে তোমার কাছে?


শীতল মৃদু হাওয়ার তরঙ্গে চুপিসারে ভেসে আসে
তোমার সরব উপস্থিতি—
নীরব মননে তুমি মিশে থাকো আমাতে
সুপ্ত চিত্তের মণিকোঠায়


আমি জানি অতৃপ্ত মননে কিছু শৈশব স্মৃতি কখনোই মুছেনা—
যেগুলোর হাত ধরে গড়ে উঠে চেতনার মহাকাল


প্রিয়তমা রু...
হয়তো কল্পলোকের এই জীবনে তুমি নেই,
কিন্তু আমার মন পাঁজরে'তো তুমি সারাক্ষণই আছো—
আর সেটাই আমার অন্তিম চাওয়া
▪     ▪     ▪


রচনাকাল …
24·Apr·2013
03·20·AM