ব্যস্ত নাগরিক ক্লান্তির পথ ভুলে—
অসংখ্য নক্ষত্রে এখন নিশি উদযাপন


আকাঙ্খী পর্ণের আলতো চৌ-কিনারায় ভাসছে—
অগণিত অতৃপ্ত মোহের সাদৃশ্য প্রতিচ্ছাপ


খসে পড়া অজস্র শব্দাক্ষরের নির্মম ধ্বংসযজ্ঞে—
কাব্যের জংধরা অভিধান বিলুপ্ত হয় ক্রমশই


অজ্ঞাত নিয়তি অবিরাম ধুম্রজাল বুনে যায়—
অনিশ্চিত অদৃষ্টের বিবর্ণ সুতো দিয়ে


প্রচ্ছন্ন বর্ত্মায় নেই কোন সোডিয়াম প্রভা অতটুকুও—
নিশ্চিদ্র কল্পনায় কেবল এগিয়ে যাওয়া তমসার নিরেট গহীনে


অতঃপর সুপ্ত মননে ছোঁয়া হানে স্নিগ্ধ শিশির উদ্যান—
তদপর নব বিপ্লব রচিত হয় ব্যাকুল চিত্তের অস্পর্শী তটভূমিতে
▪     ▪     ▪


রচনাকাল …
29·Nov·2013
02·20·AM
(সার্কিট হাউজ রোড,
কক্ִসবাজার)