জলপ্রপাতের উর্মিতলে;
ব্যক্ত নীড়ের হারিক্যান প্রদীপ জ্বলেনি—
বিচ্ছিন্ন অস্তিত্বখানা;
অকাল থেকেই তমসায় ডুব দিয়ে আছে


চেতনার শৈশব পেরিয়ে টগবগে যৌবন অবধি;
প্রচ্ছন্ন সমারোহে সেই থেক—
অবলীলায় যেখানে প্রতিনিয়ত নিষ্প্রাণ হয়;
অণু ক্ষুদ্র স্বপ্নের পাল


চিত্তের চলমান প্রৌঢ়ির বহ্নিশিখা;
বক্র  ভাঁজে রূপান্তর—
অক্ষির আদম্য মুক্তিকামী সংকল্প;
নিশ্চিহ্নে শায়িত


প্রেতাত্মার খোলস চিলে;
পুণঃজন্ম নিবো সদ্য সৃষ্ট নব জলপ্রপাতে—
অস্পর্শের প্রাচীর গলিয়ে;
লিপিবদ্ধ করবো অমৃত অভিযাত্রা


চূড়ান্ত লগ্নে উপনীত হবে;
স্বাধীন নবজাত বিশ্বকোষ—
ক্রমান্বয়ে ধরা পূর্ণ হবে;
অখন্ডিত অস্তিত্ব বহরে
▪     ▪     ▪


রচনাকাল …
01·Dec·2013
11·50·PM
(বেলাভূমি, লাবণী, কক্ִসবাজার)