প্রিয়,
তোমায় ভেবে প্রতীক্ষায় যাপন
শেষহীন এই যাপিত প্রতিক্ষণ
অতৃপ্ত মোহের লাগামহীন ভাবনা কেবলই ছুঁয়ে যায় মর্ম


প্রিয়,
আমার নিরেট শত প্রেম রাত্রির আগন্তুক অতিথি কে ছিলো,
তা নিশ্চয় তোমার অজানা কিছু নয়


হ্যাঁ,
আজ আমি তোমাকেই লিখছি
একান্ত নিশ্ছিদ্র দুরত্বের নিষ্ঠুর বাঁধা ভেদ করে


ওপারে সু-শীতল ছায়ায়, আমার অচিন তরুতলে তোমার  অবস্থান
বোঝাতে চাইছি এপারের স্মৃতিস্রোত কতটা রক্তাক্ত,  কতটা নিপীড়িত


এখনও আশার প্রাচীর ভাঙ্গেনি অস্পর্শী এই বক্ষে
প্রণয়ের ইতিহাস জানি প্লাবিত হবে একদিন
আমাদের আচমকা প্রত্যাশিত মিলনে


প্রিয়,
তুমি অমর হও বিক্ষত মোর মননে
সেটাই এই যাযাবরের অনন্ত বাসনা
•••


রচনাকাল…
21•Dec•2013
10•00 AM


(কবিতাটি আমার অত্যান্ত প্রিয় একজনের জীবনি থেকে নিয়ে লিখা)