আমি আর প্রেমিক হবোনা—
নিরুত্তাপ দুপুরে নীরব নিভৃতে আর,
কারো শীতল ছায়া পেতে আশা বাঁধবোনা।


আমি আর প্রেমিক হবোনা—
সন্ধ্যা পেরিয়ে নিকষ কালো আঁধার প্রহরে,
কারো নির্ঘুম ভালবাসায় আর সিক্ত হবোনা।


আমি আর প্রেমিক হবোনা—
চাঁদনি রাতে নীল জ্যোৎস্নায়,
কারো হাতে আর হাত রাখবোনা।


আমি আর প্রেমিক হবোনা—
তারা ভরা নির্জন আকাশে,
কারো পিঠে পিঠ রেখে আর গল্প শুনবোনা।


আমি আর প্রেমিক হবোনা—
কৃষ্ণচূড়ার নিচে বসে ফুল ছিড়ে,
কারো জন্য আর হাত লাল করবোনা।


আমি আর প্রেমিক হবোনা—
ঝুম বর্ষার নিটোল শ্রাবণ ধারায়,
কাউকে জড়িয়ে আর বৃষ্টিতে ভিজবোনা।


আমি আর প্রেমিক হবোনা—
বকুল তলায় দৃষ্টি পুড়ে আর,
কারো জন্য ঘন্টা অবধি প্রতীক্ষায় থাকবোনা।


আমি আর প্রেমিক হবোনা—
এক এক করে ঝরে পড়া মালা থেকে,
শিউলি ফুল আর দেখবোনা।


আমি আর প্রেমিক হবোনা—
এই মিছে পৃথিবীর বিবর্ণ পথে,
কখনও আর একলা পথিক হবোনা।


আমি আর প্রেমিক হবোনা—
প্রেম জগতের হাজারও মনের ভীড়ে,
কারো আর প্রতিদ্বন্ধী হবোনা।


আমি আর প্রেমিক হবোনা।
...


রচনাকাল …
লাবণী, সমুদ্র সৈকত, কক্ִসবাজার।
2013.Apr.15_11.00.রাত্রি।