ক্ষয়ে যাওয়া অন্তহীন স্বপ্নের পর্বত চূর্ণে এখনও
আমার বিরাত নিমজ্জীত হয় বিস্মৃতির অতল গহীনে


প্রিয় আদ্রী,
তুমি নিদ্রা ছুড়ে একবার ধাবমান হও সেই পথে
যে পথ ছুঁয়ে গেছে বিষাদের রক্তাক্ত গন্তব্য


জানি,
অতন্দ্র প্রহরী সেই ল্যাম্পপোষ্টগুলো আজও জ্বলে রয়
কেবল আমার স্মৃতিতটে নিষ্প্রবের মহোৎসব রচিত হয়


যখন নীরব আচ্ছন্ন শহর জাগ্রত হবে শৈশবের দ্বার মেলে
তখন নব্য এক সভ্যতা জন্মলাভ করবে সব অতীত আলাপন মুছে


হয়তবা অব্যক্ত যত প্রত্যাশা ছিলো চিত্তের পসরায়
সব'টা তখন নিষ্প্রাণ হবে নতুন কোন  মোড়কে


অতঃপর সহস্র বছর ঘুর্ণায়ন হবে কালের স্রোতে
তবুও সেই অপেক্ষমান মহাকাল আর ভূমিষ্ঠ হবেনা
▪     ▪     ▪


রচনাকাল …
০৮·জানুয়ারি·২০১৪
০৩·৪০·রাত্রি
চকরিয়া, কক্ִসবাজার।