অস্পর্শী দূর জীবনের শেষ প্রান্তে এসে,
কখনোকি ভাববে তুমি-
আনুপূর্বিকহীনতা কাকে বলে?
চাইবে কি জানতে নির্মক্ষিকতার সংজ্ঞা?


হৃৎপিন্ডের সুপ্ত দ্রোহ কোণ থেকে,
বারবার এই মৌণ প্রশ্নগুলো জেগে উঠে
বেলা অবেলায়


নিত্য সময়ের আরেক বিনিদ্র রজনী জন্ম
মুহূর্তে আজও ওই প্রশ্নগুলো
স্বচিত্তে প্রকঁম্পিত করলো হৃদয়ও প্রান্তর


সুপ্তাদ্রী আমি তোমাকেই বলছি
শুনতে কি পাও?
▪     ▪     ▪


রচনাকাল …
31·Jan·2014
হলিডে মোড়, কক্ִসবাজার।
11·50·PM