তোমার দখিনের জানলাটা এখনও খোলা জানি,
আজও কি তবে বিরাতের নিঃসঙ্গ সেই পাখিটি তোমায় দেখতে আসে?


প্রেয়সী,
বিনিদ্র সেই আদুরে দু চোখে তুমি জানলার ফ্রেমে দাঁড়াও ঠিক আছে,
কিন্তু অন্তত ঐ চুলগুলো খুলে রেখোনা


তোমার দোদুল্যমান  এলোকেশির স্নিগ্ধ মাতলামিতে যে,
আমার হৃৎপিন্ড এখনও গলে গলে যায় অবিরাম


অথচ সেদিন তুমি এই অনুরোধ শুনে,
দিব্যি হেসে গেলে


আজও কি তোমার হাসি পাচ্ছে?
▪     ▪     ▪


রচনাকাল …
09·Feb·2014
হোটেল ওসিয়ান প্যারাডাইজ, কলাতলী রোড, কক্ִসবাজার।
02·20·AM