বিনিদ্র বিরাত নিত্য সহচর
অনিরুদ্ধ প্রেমের অগণন প্রহর


পূবালী জানলায় দৃষ্টি দর্পন
ফেরাও তরী প্রিয় করো সমর্পন


জীবনতটে কেউ ফেলেনি নোঙর
হৃৎপিন্ডও তাই শূণ্যে এ ঘর


হারিয়ে নোলক ভেঙ্গছে পলক
পেরিয়ে সিন্ধু পুঁড়িয়ে গোলক


প্রভাতী ঊষা ছুঁয়েছে প্রান্তর
রাঙিয়ে যাও এ হৃদয়ও অন্তর
▪     ▪     ▪


রচনাকাল …
2014·Feb·20
অপরাজিতা, এন্ডারসন রোড, কক্ִসবাজার।
02·45·AM