স্রোতাস্বীনির জোয়ার তলে অসংখ্য মুক্তো জ্বলতে দেখেছি,
গুপ্তভান্ডারের এই অনুসন্ধান নিসর্গের খানিক রহস্য পাল্টে দিয়েছে


সেবার তরুলতার ঝাড় চিড়ে নীল মহীরূহের খুঁজে বেড়িয়েছি,
বীরদর্পে তরবারী চালাতে চালাতে আচমকা খসে পড়লো এক চাদর


বিস্তীর্ণ দৃষ্টিতে অসংখ্য নূন ক্ষেত আর নূন ক্ষেত,
কর্দমাক্ত পদচ্ছাপ মাড়িয়ে সুনীল অবধি চেয়ে গেছে এই নূন ক্ষেত


অতঃপর,
বিরামহীন যাত্রায় আবিষ্কৃত হলো পরিত্যক্ত এক অষ্টাদশী পয়স্বিনী-
নিমিষেই তার রূপ অবলোকন করলাম,
যেথায় অগত্যা পড়ে আছে মণি মুক্তোর প্রেম পাহাড়


উপসংহার রচনায় জানলাম জায়গাটির নাম 'কাঠনীল দ্বীপ',
আর সেই অষ্টাদশী নদীর নাম 'জোনাক্ষীণী'
▪     ▪     ▪


রচনাকাল …
17·Aug·2013
নর্থ টাওয়ার, উত্তরা, ঢাকা।
02·35·PM