অবরুদ্ধ কয়েক শতকের নাটিকার,
পরিসমাপ্তি ঘটলো মাত্র;
অপরাহ্ন ঘুলিয়ে গোধূলির অন্তিম প্রান্ত ছুঁয়েছে,
নাটিকার শেষ সীমান্ত


চিত্রপট থেকে অগণন চলচ্চিত্রের দৃশ্য জন্ম দিয়েছে,
সদ্য সমাপ্ত নাটিকা;
বিস্তীর্ণ ধরার পৃষ্ঠের,
যাবতীয় ইতিহাস মঞ্চস্থ হয়েছে


বিনম্র মানবতার রুক্ষ চিৎকারের বিরুদ্ধে,
ক্রুদ্ধ হিংস্রতা দেখেছি;
দেখেছি অবলার নগ্ন দেহে,
বিধ্বংসী আচড়ের লৌঝরা ঘা


ছলছল নিষ্পাপ অক্ষির কিনারায়,
দেখেছি মৃত ক্ষুদার জ্বলজ্বল চাহনী;
তীব্র কাতরতার রক্ত স্রোতে,
বিমর্ষ হৃৎপিন্ড নিষ্প্রাণ হতে দেখেছি


সব সব'টা প্রতিচ্ছবি ওই নাটিকায় মুড়ানো,
যবে এই মহাকাল প্রতিস্থাপিত হবে;
কোন নব সভ্যতার আধুনিক মোড়কে,
তখন অত্র নাটিকা সম্প্রচার হবে হয়ত ভিন্ন আঙ্গিকে


তব আজ বচনামৃত কণ্ঠে বলিঃ
রেকর্ডকৃত পরমাঁয়ু জানি তখন আর,
প্রলম্বিত হবেনা;
তবুও যুগ বিদীর্ণে একনিষ্ঠ মানবতা,
পিশাচের পদতলে পিষ্ঠ হয়েই যাবে
▪     ▪     ▪


রচনাকাল …
2014·Jan·28
সিগ্যাল, হোটেল মোটেল জোন, কক্ִসবাজার।
11·15·PM