সুললিত কান্নার সুর বাঁজে,
হৃৎযন্ত্রের পরতে পরতে


বিদীর্ণাতার করুণ আর্তনাদে,
আমার নয়নাশ্রু কুলহীন অঝরে


হে প্রাণতুল্য ছায়াতরু,
তুমি শায়িত নিশ্ছিদ্র নির্জনে


ট্রাজেডির অপূর্ণ বিয়োগান্তে,
বিমর্ষ বিষন্ন ব্যথিত এ মন


ইয়া পরওয়াদেগার,
ক্ষমার জৌলুসতায় উজ্জ্বল করো সে আত্মা


নিরংকুশ বিজয়ির মিছিলে শামিল করো,
চির শান্তির অনন্ত অমিয় সুধায়
▪     ▪     ▪


রচনাকাল…
2014·Mar·13
খরুলিয়া, কক্ִসবাজার।
03·20·AM


(আমার অত্যান্ত কাছের একজন বন্ধু যাকে আমি 'ভাইয়া' বলে ডাকি,
তার পিতৃবিয়োগের ক্রান্তিকালে লিখা এই দু পাঁচ লাইন।
ভাইয়া,
তোমার হয়ে তোমার আব্বুর প্রতি আমার স্বশ্রদ্ধ শ্রদ্ধার্ঘ্যে উপরোক্ত কালচে আচড়গুলো উৎসর্গ করলাম।)