নক্ষত্রহীন আকাশে আজ নেই—
সন্ধ্যাতারা, শুকতারা, ধ্রুবতারা কিংবা নীলচে তারা


ক্রোশ পর পর মেঘ খন্ডের সরব উপস্থিতি,
প্রচ্ছন্ন কুহেলিকায় সব'টা নীল আসমান অস্পষ্ট


আমি কুয়াশায় চুপষে যায় প্রতিনিয়ত,
কতবার চেয়ে গেছি ঘোর বর্ষায়
কখনোবা হিম ঠান্ডায়—
অনন্ত ঐ নক্ষত্র দেখার জন্য এক পলক


নীল শাড়িতে তোমার প্রজ্বলিত আগমনি পদাঙ্ক শুধু আমি কেনো,
গোটা নক্ষত্রমণ্ডলকেই কাঁপিয়ে চমকে দিতো


রু,
তোমার পিরামিড চূর্ণ প্রেমের প্রখরতা কেবল,
আমি আর ধরণী দেখেছিলাম সেদিন নির্জন নির্বাকে


বিদীর্ণ আত্মার বিচ্ছিন্ন টুকরোগুলো আজ তোমায় মনে করিয়ে দিলো
অবিচ্ছেদ্য এই জীবন পরম্পরায়—
ঐ ইতিহাস আজ কেবল স্মৃতির নিষ্ঠুর ফ্রেমে বন্দি


অতঃপর  ব্রহ্মাণ্ডের অঙ্গে আজ ইতিহাস খচিত করি একটি লাইন,
রু একটি নক্ষত্রের নাম
▪     ▪     ▪


রচনাকাল…
2014·Feb·14
মোটেল প্রবাল, বীচ রোড, কক্ִসবাজার।
04·30·PM