বিধ্বস্তী সমাজে ঘোর মাতাল হয়ে গেছে অনুভূতি,
শুধু নির্বাক ক্রন্দনের চিৎকারে মদ্যপ হয়ে থাকি


উত্তার্ধ হতে দক্ষিণার্ধের দু মেরুতেই সদ্য অক্ষম,
পরমাঁয়ুর বাধ্য সংকল্প বিচ্ছিন্নতায় ক্ষত বিক্ষত


এখন আর সমূহ দীর্ঘ রচনার ব্যস্ত রচয়িতা নই আমি,
কেবল নিশ্ছিদ্র ভিন্ন লিখনীর আমূল পাঠক হয়েই চলেছি ক্রমশঃ


সেবার ছোপ ছোপ কিছু নিরেট তমসার মহাপ্রলয়ের বক্ষ বিদীর্ণে,
আলৌকিকভাবে অসংখ্য আলোকবর্তীতা এনেছিলাম অগণিত বিনিদ্র বিরাতে


চলমান যাপনে অচল এই মস্তিষ্কে নেই উদ্যমি সেই উত্তপ্ততা,
অবেলায় সব জং ধরেছে রক্তক্ষণীকার রন্ধ্রে রন্ধ্রে


ভ্রষ্ট এই পিশাচী মননের হিংস্র কারাগার চূর্ণে দেয়াল,
ভাঙ্গতে হবে বিকৃত কল্পনার লেলিহান লালার চোয়াল


তবেই উৎসর্গ সুবাসে রুপান্তর হবে সদ্য ভূমিষ্ট সংসার,
কাল যুগ ক্ষয়ে ক্রমান্বয়ে আবারও প্রজ্বলিত হবে কবিতার দ্বার
▪     ▪     ▪


রচনাকাল…
2014·Mar·01
বাস টার্মিনাল, কক্ִসবাজার।
10·20·AM