নিশ্চুপ নিস্তব্ধ ধরার সত্ত্বা মেলে দিয়েছে তার পূর্ণ দেহ,
নিকষ কালো রজনীর চাঁদরে অপূর্ব মায়ায় -


অসহায় আমি নিরুপায় হয়ে কেবল নির্বাক নয়নে দেখেই চলেছি,
ভালবাসার এক নিদারুণ দৃষ্টান্ত -


যখন সব'টা কৃষ্ণবর্ণ ফিকে হয়ে যাবে,
মিশে যাবে সূর্যালোকের নিশ্ছিদ্রে,
তখন সমস্ত রূপ অদৃশ্য হবে নিমিষেই দৃষ্টির অগোচরে -


একে একে ভেসে উঠবে নিসর্গের আচ্ছদিত সব প্রকৃতি,
যারা ক্রমশই আড়াল করবে নিজেদের যৌবন -


পূবনের দাপাদাপিতে প্রেম দোল খাবে অনন্ত মোহনার তীরে,
নীরব মায়ার হাতছানিতে মুখরিত করবে উদাস মনের নির্জন প্রান্তর -


নিশি হয়ত থমকে যাবে এক সময়,
ভেঙে যাবে আমার অস্পর্শী সব স্বপ্ন,
আর পৌঁছে যাবো আমি তখন কোন অজানা গন্তব্যে ---
...


রচনাকাল ...
15.06.2013
02.00 AM