যদি পুড়ে যায় নিঃসঙ্গ  অনন্ত এক দুপুর হিমশিতলতায়,
তবে এই নষ্ট প্রহরীর সম্মুখ পানে কয়েক ভাঁজ পৃষ্ঠা পেতে দিও


নিবে জং ধরা পরিত্যক্ত কলম ও মেয়াদ উত্তীর্ণ দোয়াতও দিও,
একলা এই পথিক জীর্ণ কাব্যের শীর্ণ শব্দে বিষাদের সংজ্ঞা আঁকবে


জানি প্রিয়তমা আমি জানি,
তখন তোমার সব'টা সংকল্প বারুদের মত বিষ্ফোরিত হবে;
অলংকৃত সংজ্ঞায় যখন পরিপক্ক এক দূরত্ব অবলোকন করবে


বিশ্বাস করো,
আমি নিঃসঙ্গের হিংস্র যত ক্ষণ, তা ভেদ করতে চেয়েছি;
যা করতে হয়ত আমি চলে গেছি অদৃশ্য এক সীমানায়


দ্যাখো, বিরাত অতি সন্নিকটে মোদের অনর্থ আলাপচারিতায়;
বিমুগ্ধতায় তবে গোলক খুলো অরচিত প্রেমের পরম্পরায়
▪     ▪     ▪


রচনাকাল…
2014·Jan·11
দরিয়ানগর, কক্ִসবাজার।
12·30·PM