আজ একটুও সময় পার হয়নি স্বয়ং অবেলায়ও,
ক্ষয়ে ক্ষয়ে কেবল থমকেই ছিলো অকারণে।


সত্যি!
অর্থহীনভাবে আজ ক্ষণ প্রতীক্ষিত ছিলো,
পূর্ণিমার শশীতেও গুঞ্জন দিয়েছিলো অসংখ্য মুহূর্ত।


জ্যোৎস্নার অতল গহীনে চন্দ্রমল্লিকার অডুবন্ত সময়সূচি ছিলো,
অক্ষত সেসব কালও আজ নিরেট বাঁধায় স্তব্ধ ছিলো।


বাকরুদ্ধ নেত্রদ্বয় ড্যাবড্যাব করে সব ইতিহাস বানাচ্ছিলো,
নিথর দেহ জুড়ে কামনার প্রত্যাশিত স্রোতের গণজোয়ার তখন।


চূড়ান্ত লগ্নে যৌবনের নিষ্পাপ অমলিন নির্যাসে ধ্যান ভাঙ্গলো,
অতঃপর শোধিত প্রেমের সুধায় বিকল ধরা প্রাণ ফিরে পেলো।
▪     ▪     ▪


রচনাকাল…
2014·Mar·15
লাইট হাউজ, গেস্ট হাউজ, কলাতলী, কক্ִসবাজার।
02·20·AM